খেলাধুলা ডেস্ক
লড়ছে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ, আর দুই দলের নেতৃত্বে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে হয়েছে নাটকীয় এক লড়াই। শচীন-লারাদের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে অবশ্য জয় হয়েছে শচীনেরই।
রায়পুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৮ রানের পাহাড় সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন শচীন। ৪২ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৬টি চার ও ৩টি ছক্কা।
এছাড়া উজ্জ্বল ছিলেন যুবরাজ সিং। ব্যাট হাতে মারকুটে আচরণ করেছেন এদিনও। ১টি চার ও ৬টি ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন মাত্র ২০ বলের মোকাবেলায়। ইউসুফ পাঠান ২০ বলে অপরাজিত ৩৭, বীরেন্দর শেবাগ ১৭ বলে ৩৫ ও মোহাম্মদ কাইফ ২১ বলে ২৭ রান করেন। রান ফোয়ারার দিনে মাত্র ২৫ রানের খরচায় ২ উইকেট শিকার করেন টিনো বেস্ট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইলিয়াম পার্কিন্সকে হারায় ক্যারিবীয়রা। তবে নরসিংহ ডিওনারায়ণকে নিয়ে তাণ্ডব শুরু করেন ডোয়াইন স্মিথ। ৯টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৬৩ রান করে বিদায় নেন স্মিথ। কার্ক এডওয়ার্ডস শূন্য রানে বিদায় নিলে ক্রিজে আসেন ব্রায়ান লারা। ডিওনারায়ণের সাথে রানের চাকা সচল রাখেন। যতক্ষণ ক্রিজে ছিলেন, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের জয়কে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকানো লারা ব্যক্তিগত ২৮তম বলে ৪৬ রানের মাথায় বিদায় নিলে ঘটে ছন্দপতন।
শেষদিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করে শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান জড়ো করে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। ৪৪ বলে ৫৯ রান করে আউট হন ডিওনারায়ণ। ভারতের পক্ষে বিনয় কুমার শিকার করেন দুটি উইকেট। ১২ রানের জয়ে ফাইনালে উঠে ভারত লিজেন্ডস।
Discussion about this post