খেলাধুলা ডেস্ক
৭ পেসার নিয়ে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল, সেখানকার কন্ডিশন কাজে লাগিয়ে ভালো করার পাশাপাশি স্বাগতিকদের চমকেও দিতে চান টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
নিউজিল্যান্ড মানেই বৈরি কন্ডিশন ও গতির ঝড়, ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের মতো অভিজ্ঞদের পাশাপাশি তাদের আছে কাইল জেমিসন, ম্যাট হেনরিদের মতো গতির ঝড় তোলা পেসারও। স্বাভাবিক ভাবেই নিউজিল্যান্ডে বাংলাদেশকে সবচেয়ে বড় পরীক্ষাটাও দিতে হবে পেস বোলিংয়ের বিপক্ষেই।
তবে এবার শুধু নিজেরাই পেস বোলিংয়ের বিপক্ষে পরীক্ষা দিতে রাজি নয় বাংলাদেশ দল, মুস্তাফিজ, তাসকিন, রুবেলদের পাশাপাশি হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের নিয়ে নিউজিল্যান্ডকেও চমকে দিতে চান টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, “আমাদের বেশ কয়েকজন তরুণ পেসার উঠে এসেছে, যাদের নিউজিল্যান্ড দল আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, ওরা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না, কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে পেসাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।”
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেস আক্রমণে আছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। শেষের দুজন আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন হলেও দারুণ প্রতিশ্রুতিশীল, বাঁকিরা বেশ অভিজ্ঞই বলা যায়; সবাই আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন।
Discussion about this post