খেলাধুলা ডেস্ক
প্রথম এবং তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে একপেশে ম্যাচে সহজ পেয়েছিলো। তবে চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাট করেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
শ্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ এ সমতায় ফিরেছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছিলো স্বাগতিকরা। জবাবে টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
শার্দুল ঠাকুরের করা শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিলো ২৩ রান। প্রথম বলে ক্রিস জর্ডান সিঙ্গেল নিলেও পরের দুই বলে ৪ এবং ৬ হাঁকিয়ে খেলা জমিয়ে তুলেন জোফরা আর্চার। পরের দুই বলে টানা দুই ওয়াইড দেন শার্দুল। অবশ্য এরপর আর কোনো ভুল করেননি তিনি। শেষ তিন বলে মাত্র ১ রান দিয়ে তুলে নেন জর্ডানের উইকেট।
১৮৬ রানের টার্গেট ব্যাট করতে নেমে ৬৬ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। বাটলার ৯, মালানের ১৪ রানের পর ৪০ রানে ফিরেন জেসন রয়। সেখান থেকে বেন স্টোকসের ২৩ বলে ৪৬ এবং জনি বেয়ারস্টোর ১৯ বলে ২৫ রানের ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলো ইংলিশরা।
দলীয় ১৩১ রানে রাহুল চাহারের বলে ফিরেন বেয়ারস্টো। আর ১৭তম ওভারের প্রথম দুই বলে স্টোকস এবং মরগ্যানের উইকেট তুলে নিয়ে ভারতকে খেলায় ফেরান শার্দুল ঠাকুর। তবে শেষদিকে জোফরা আর্চারের ৮ বলে ১৮* রানের ক্যামিওতে রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয়তার জন্ম দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে স্বাগতিকরা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রোহিত (১২), রাহুল (১৪) এবং অধিনায়ক বিরাট কোহলি (১) দ্রুত ফিরলেও, সুরিয়াকুমারের দাপুটে ফিফটি এবং পান্ত, শ্রেয়াস ও শার্দুলদের ছোট ছোট ক্যামিওতে বড় সংগ্রহ পেয়েছিলো স্বাগতিকরা।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেকও হলেও সেদিন ব্যাটিংয়ের সুযোগ হয়নি সূর্যকুমার যাদবের। আজ ব্যাটিংয়ে নেমে নিজের আন্তজার্তিক ক্রিকেটের প্রথম বলেই দূর্দান্ত এক ছক্কা দিয়ে শুরু করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। মার কাটারি ব্যাটিংয়ে ৩১ বলে শেষ পর্যন্ত ৫৭ রানে ফিরেন তিনি। যেখানে ৬ চার এবং ৩টি ছয়ের মার। তবে তার আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এরপর শ্রেয়াস আয়ারের ৩৭(১৮), রিশাভ পান্তের ৩০(২৩) এবং শেষ দিকে শার্দুল ঠাকুরের ৪ বলে ১০ রানের উপর ভর করে ১৮৫ রান করেছিলো স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩৩ রান খরচে ৪ উইকেট নেন আর্চার।
Discussion about this post