খেলাধুলা ডেস্ক
অ্যাওয়ে গোলের কল্যাণে এসি মিলানের ইউরোপা লিগে খেলার বেশ সম্ভাবনা ছিল। ফিরতি লেগে ঘরের মাঠে জয় পেলেই শেষ আট নিশ্চিত হয়ে যেত ইউরোপীয়ান ফুটবলের অন্যতম সফল দলটির।
তবে সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি রোজানেরিওরা। চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করা এসি মিলানের ফের ছন্দপতনের দিনে কষ্টার্জিত জয় ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান সিরোতে রেড ডেভিলদের সাথে ১-০ গোলে হেরে বসেছে স্টেফানো পিওলোর শিষ্যরা। দুই লেগ মিলে ২-১ অগ্রগামিতায় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে ওলে গানার বাহিনী। ইউনাইটেডের জয়ে একমাত্র গোলটি করেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ইউনাইটেডের সমান ৪টি শট নিয়েও কোন গোল করতে ব্যর্থ হোন এসি মিলানের আক্রমণভাগ।
রাতে সান সিরোতে শুরুটা দারুণ ছিল স্বাগতিক এসি মিলানের। ম্যাচের ১২তম মিনিটে ফেডরিকে চেইসার জোড়ালো ঠেকিয়ে ইউনাইটেডকে বাঁচায় গোলরক্ষক ডিনো হেন্ডারসন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দুবার ইউনাইটেডের ডিফেন্সে হানা দিয়েও গোলরক্ষক হেন্ডারসনকে বোকা বানাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে নিজেদের ডিফেন্স ঠিক রেখে এবার আক্রমণে যায় ওলে গানারের দল। সফলতা পেতেও সময় লাগে মাত্র ৩ মিনিট। ম্যাচের ৪৮তম মিনিটে ফ্রেডের বাড়ানো বলে মিলানের ডি বক্সে জটলার মধ্যে বল পায় বদলি নামা পল পগবা। ফরাসি মিডফিল্ডারের জোড়ালো শট ফেরাতে ব্যর্থ হয় এসি মিলান গোলরক্ষক ডোনারুম্মা। ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে স্বাগতিকরা !
গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে এসি মিলান। তবে এদিনটি ছিল সম্ভবত ইউনাইটেড গোলরক্ষক ডিনো হেন্ডারসনের। ম্যাচের বাকিসময় এসি মিলানের হারে মুখ্য ভূমিকা রাখেন ইউনাইটেড গোলরক্ষক।
স্টেফানো পিওলোর দলের একের পর এক আক্রমণ ঠেকিয়ে জয়ের নায়ক বনে যান ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। পুরো ম্যাচে গুরুত্বপূর্ণ চারটি সেভ দিয়ে ইউনাইটেডের জয় সহজ করে দেন সার্বিয়ান এই গোলরক্ষক। এই নিয়ে রেড ডেভিলদের জার্সি গায়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে ১১টি ক্লিনশীট রাখলেন হেন্ডারসন, যেখানে দলের প্রথম পছন্দ ডেভিড ডি হেয়া ২৯ ম্যাচে জাল অক্ষত রাখেন ১০ ম্যাচ।
Discussion about this post