খেলাধুলা ডেস্ক
শুক্রবার বাংলাদেশের সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের টিম সাউদিকে পিছনে ফেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন আফগানিস্তানের রশিদ খান।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের প্রথমে টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে চারে থাকা সাকিবকে ছুঁয়েছিলেন রশিদ। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও ৩ উইকেট শিকার করে সাকিবের পাশাপাশি তিনে থাকা কিউই পেসার সাউদিকেও ছাপিয়ে গেছেন তিনি।
এখন পর্যন্ত আন্তজার্তিক টি-টোয়েন্টিতে মাত্র ৫০ ম্যাচেই ৯৫ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার। রশিদের সামনে আছেন শুধু পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারের এই তালিকায় সবার উপরে লঙ্কান পেসার মালিঙ্গা। আর ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়েছেন দুইয়ে থাকা আফ্রিদি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটঃ
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ১০৭ উইকেট (৮৪ ম্যাচ)
শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৯৮ উইকেট (৯৯ ম্যাচ)
রশিদ খান (আফগানিস্তান) – ৯৫ উইকেট (৫০ ম্যাচ)
টিম সাউদি (নিউজিল্যান্ড) – ৯৩ উইকেট (৮০ ম্যাচ)
সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৯২ উইকেট (৭৬ ম্যাচ)
Discussion about this post