খেলাধুলা ডেস্ক
আজ সকালেই সাইফের জার্সি গায়ে অনুশীলনে নেমে পড়েছেন দলের অধিনায়ক। কলকাতা মোহামেডানে খেলায় প্রথম লেগে সাইফের হয়ে খেলতে পারেননি। চলতি লিগে আজই প্রথম সাইফের হয়ে অনুশীলন করলেন জামাল।
জামালের প্রথম অনুশীলনের দিন উপলক্ষে ক্লাব কেক কেটে উদযাপন করেছে। দল ও অধিনায়ককে উৎসাহ দিতে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী নিজেও সশরীরে উপস্থিত ছিলেন। জামালকে ফিরে পেয়ে সাইফ স্পোর্টিংও যেন খানিকটা চাঙা হলো।
২২ মার্চ জামাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন দেশকে প্রতিনিধিত্ব করতে। এর আগে কলকাতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ খেলেছেন। ঢাকায় মাত্র তিন দিনের জন্য এসে বিশ্রাম না নিয়ে অনুশীলন করায় কোনো সমস্যা দেখছেন না সাইফ ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘অনুশীলনের মধ্যে থাকা দরকার। তাহলে ফিটনেস ও সব কিছু ঠিক থাকে। কাল আমি নিজে জিম করছি। আজ দলের সাথে অনুশীলন করলাম। রাতেও নিজে নিজে কিছু করব।’
প্রথম লেগের ১২ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ স্পোর্টিং। সমান সংখ্যক ম্যাচে বসুন্ধরা কিংস ৩৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। দ্বিতীয় লেগের ১২ ম্যাচে কিংসকে ধরা সম্ভব নয় তাই জামালকে দ্বিতীয় স্থানকে লক্ষ্য করেছেন, ‘সাইফ স্পোর্টিংকে রানার্স আপ করাতে চাই। এটাই এখন আমার লক্ষ্য। এবং সেটা সম্ভব।’
এখন দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল ২৬ পয়েন্ট নিয়ে ও ঢাকা আবাহনী ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয়তে। জামালের সাথে চার পয়েন্টের ব্যবধান ঘুচাতে সম্ভব বলে মনে করেন সাইফের অধিনায়ক, ‘তারা আমাদের চেয়ে মাত্র চার পয়েন্ট এগিয়ে। দ্বিতীয় লেগে আমরা ভালো ম্যাচ খেলতে পারলে অবশ্যই এই দূরত্ব ঘুচানো সম্ভব।’
আগামীকাল সাইফ স্পোর্টিংয়ের নতুন ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলের ঢাকায় আসার কথা রয়েছে। স্টুয়ার্ট হল অবশ্য সেই অর্থে নতুন নয় ২০১৮ সালে সাইফের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশম্যানের।
Discussion about this post