খেলাধুলা ডেস্ক
দুর্বল সেল্টা ভিগোকে হারিয়ে টানা দুই জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের উপর চাপ অব্যাহত রাখল জিনেদিন জিদানের দল।
শনিবার রাতে বালাইদোসে সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জোড়া গোল করেন করিম বেনজেমা। শেষদিকে রিয়ালের বাকী গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন সান্তি মিনা।
২৮ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে জিদানের দল। এক ম্যাচ কম খেলে মাত্র তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনির দলের সমান ম্যাচ খেলে রিয়ালের চেয়ে এক পয়েন্ট কম তিনে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
স্কোর দেখে রিয়াল মাদ্রিদের সহজ জয় বোঝা গেলেও প্রতিপক্ষের মাঠে এদিন জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। আক্রমণ প্রতি আক্রমণে দুদলই শুরু থেকে বেশ গোছানো ফুটবল খেলে।
যদিও বিশ মিনিট পর চমক দেখায় রিয়াল মাদ্রিদ। চোট থেকে ফিরে দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমার জোড়া গোলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সফরকারীরা। ম্যাচের ২০তম মিনিটে টনি ক্রুসের পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে গোলের খেরোখাতা আরম্ভ করেন ফরাসি এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন বেনজেমা। চোট কাটিয়ে লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ফিরে শেষ সময়ে গোল করে হার এড়ান ফরাসি ফরোয়ার্ড।
মিনিট দশেক পর আবারও জালের দেখা পায় রিয়াল মাদ্রিদ। এবার ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। টনি ক্রুসের পাস থেকে চলতি আসরের নিজের ১৭তম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। পিচিচি ট্রফি জয়ে বেনজেমার সামনে এবার শুধু লিওনেল মেসি (২১) ও লুইস সুয়ারেজ (১৮) রয়েছে।
মাত্র দশ মিনিটের ব্যবধানে দু গোল খেয়ে হুশ ফিরে স্বাগতিকদের। নিজেদের রক্ষণ ঠিক করে মাদ্রিদের ডিফেন্সে একের পর এক আক্রমন সাজায় সেল্টা ভিগো। ফলও পায় দ্রুত। ম্যাচের ৪০তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে স্বাগতিকরা। বাঁ দিক থেকে ডেনিস সুয়ারেজের ক্রসে হেডে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা। ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।
বিরতি থেকে ফিরে দুদলই গোল করতে আপ্রাণ চেষ্টা করে। তবে ডিফেন্ডারদের বীরত্বে পেরে উঠেনি কেউই। শেষদিকে বদলি নামা মার্কো অ্যাসেনসিওর গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। যোগ করা সময়ে করিম বেনজেমার পাস থেকে আলতো ছোয়ায় গোল করেন ২৫ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। বাকিসময় আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরে রিয়াল মাদ্রিদ।
Discussion about this post