খেলাধুলা ডেস্ক
প্রথম ম্যাচে শূন্য রানে আউট হবার পর মাঝে একটি ম্যাচে বড় স্কোর করতে পারেননি শুধু। বাকি সবকটি ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন কোহলি। অর্ধশতক করা সবগুলো ম্যাচেই আবার অপরাজিত ছিলেন ভারতীয় অধিনায়ক।
কোহলির দুর্দান্ত ব্যাটিং আর ভুবনেশ্বরের বোলিং নৈপূণ্যে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজও জিতে নিয়েছে কোহলিরা। এই সিরিজে ৫ ম্যাচে ১১৫.৫ গড়ে কোহলির সংগ্রহ ২৩১ রান। এমন দুর্দান্ত পারফরম্যান্স কোহলিকে এনে দিয়েছে সিরিজ সেরার পুরষ্কারও।
৫ ম্যাচে ২৩১ রান করে কোহলি অবশ্য ছাড়িয়ে গেছেন স্বদেশি কেএল রাহুলকে। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে কোনও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এতদিন সব থেকে বেশি রান ছিল রাহুলের। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে রাহুল করেছিলেন ২২৪ রান।
তৃতীয় স্থানে রয়েছেন কিউই ওপেনার কলিন মুনরো। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩ ম্যাচেই তিনি করেছিলেন ২২৩ রান। তবে টি-টোয়েন্টিতে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক অবশ্য অ্যারন ফিঞ্চ। জিম্বাবুয়ে-পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে ৩০৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
Discussion about this post