খেলাধূলা ডেস্ক
বুড়িয়ে যাওয়া খেলোয়াড়ের তকমা দিয়ে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছেড়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কিন্তু বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার পর সেই একই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে ৩৪ বছর বয়সী সুয়ারেজকে।
চলতি মৌসুমের লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে শিরোপা জেতার পথে রাখার অন্যতম কারিগর সুয়ারেজ। রোববার আলাভেসের বিপক্ষে তার করা একমাত্র গোলেই জয় পেয়েছে অ্যাটলেটিকো। যার বজায় থেকেছে বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান।
এ গোলটি চলতি লিগে সুয়ারেজের ১৯তম গোল। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার সামনে রয়েছেন কেবল লিওনেল মেসি (২৩)।
উরুগুয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ গোল করলেন সুয়ারেজ। তার সিংহভাগ গোলই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। ক্লাবটির হয়ে চার লা লিগা ও এক চ্যাম্পিয়নস লিগ জেতার পথে ১৯৮টি গোল করেছেন সুয়ারেজ।
এছাড়া নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের হয়ে ১১১, ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে ৮২, অ্যাটলেটিকোর হয়ে ১৯, গ্রনিনজেনের হয়ে ১৫ এবং ন্যাসিওনালের জার্সিতে করেছেন ১২ গোল। এছাড়া উরুগুয়ে জাতীয় দলের হয়েও ৬৩ গোল রয়েছে সুয়ারেজের।
Discussion about this post