খেলাধুলা ডেস্ক
আগামীকাল ২৩শে মার্চ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অনুর্ধ্ব-২৩ দল। এরপর ২৭শে মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে জেমি ডের শিষ্যরা।
কালকের ম্যাচ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টসের ‘ পর্দায়। এছাড়াও দেখতে পারবেন নেপালের জাতীয় টেলিভিশন এনটিভিতে (নেপাল টেলিভিশন)।
টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ আয়োজিত হবে কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের গ্যালারিতে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকলেও আনফা টিকেট বিক্রি করবে মোট ১২ হাজার। যেখানে ভিআইপি টিকিট কিনতে হলে বাংলাদেশীদের গুনতে হবে প্রায় ১১০০ টাকার মত এবং সাধারণ গ্যালারির জন্য ৫১৫ টাকা। এছাড়াও টুর্নামেন্টের চ্যাম্পিয়নস দল প্রাইজমানি হিসেবে পাবে ৫ হাজার ডলার ও রানার্সআপ পাবে ৩ হাজার ডলার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবে ৫০০ ডলার এবং প্রতি ম্যাচের ম্যাচ সেরা খেলোয়াড় পাবে ২৫০ ডলার।
Discussion about this post