খেলাধুলা ডেস্ক
কথার যুদ্ধে রীতিমতো টালমাটাল দেশের ক্রিকেট। যাকে ঘিরে এই আলোচনা, সেই সাকিব আল হাসান উত্তেজনা তুঙ্গে থাকতেই দেশে ফিরছেন আজ (সোমবার) দিবাগত রাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।
সম্প্রতি সাকিবের লাইভ ও সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যেটা নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন সাকিব। তবে সাকিবের হঠাৎ দেশে আসবার কারণের সাথে বিসিবির কোন যোগসুত্র আছে কিনা সেটা এখনও নিশ্চিত না।
এ ব্যাপারে বিসিবির উদ্ধতন কয়েকজনের সাথে যোগাযোগ করেও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। আইপিএল খেলতে, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সাকিবের ভারত যাবার কথা ছিল। কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব, যে কারণে এত দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়বার কোন কারণ থাকবার কথা না৷
তবুও কেন সাকিব হঠাৎ দেশে ফিরছেন! হতেই পারে স্বাভাবিক কারণেই ফিরছেন সাকিব। তবে সাম্প্রতিক সময়ে তৈরী হওয়া ভারী পরিবেশে সাকিব কিংবা মাশরাফির প্রতিটা পদক্ষেপ তৈরী করছে নতুন নতুন প্রশ্নের৷ আর সে কারণেই সাকিবের দেশে ফেরার গুঞ্জনে নতুন সম্ভাবনার ডালপালা মেলছে।
৯ এপ্রিল থেকে ভারতে শুরু হবে আইপিএলের ১৪ তম আসরের খেলা, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আইপিএল খেলতে সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল।
Discussion about this post