খেলাধুলা ডেস্ক
ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর থেকে বিদায় নিলেও লা লিগায় শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের উপর চাপ অব্যাহত রেখেছে কাতালানরা। স্প্যানিশ কোপা দেল রেও সেভিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সবকিছু মিলিয়ে যেন পুরনো বার্সেলোনার দেখা মিলছে।
লা লিগায় প্রতিপক্ষের মাঠে রিয়াল সোসিয়েদাদকে বিধ্বস্ত নিজেদের উড়ন্ত ফর্মের আরেকবার জানান দিল মেসিরা। বড় এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বার্সা কোচ রোনাল্ড কোম্যানও। বার্সেলোনার দায়িত্ব নিয়ে শুরুটা ভালো না হলেও এখন টানা জয়ে দলকে নিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। বার্সেলোনা এবার সম্ভব্য সবকিছু জয়ের চেষ্টা করবে বলে জানিয়েছে রোনাল্ড কোম্যান।
রিয়াল সোসিয়েদাদের মাঠে গোলউৎসব করা বার্সেলোনার কোচ ম্যাচ পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানান। উড়তে থাকা বার্সা নিয়ে নিজের প্রত্যাশাদ কথাও জানান রোনাল্ড কোম্যান। ম্যাচশেষে বার্সা কোচ বলেন,
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ (রোববার) যে চিত্র আমরা ফুটিয়ে তুলেছি তাতে প্রমাণ হয়, সম্ভাব্য সবকিছু জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে যাচ্ছি।”
” এমন কঠিন ম্যাচে ডি-বক্সে কার্যকর হওয়াটা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যেন আরও জায়গা ছেড়ে দিতে বাধ্য হয় তা নিশ্চিত করতে সামনে এগিয়ে যাওয়াটাও গুরুত্বপূর্ণ।”
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে এসে লা লিগায় জমে তুলেছে রোনাল্ড কোম্যানের। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় মিলিয়ে লা লিগায় প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৯ ম্যাচই জয় পেয়েছে কাতালান ক্লাবটি। সবমিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ী বার্সার পয়েন্ট শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র ৪ কম। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হারলেও সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছে ব্লাউগ্রানারা। ফর্ম ধরে রেখে এভাবে লক্ষ্যে এগিয়ে যেতে চান রোনাল্ড কোম্যান। সংবাদ সম্মেলনে বার্সা কোচ আরও যোগ করে বলেন,
“এখন থেকে প্রতিটা ম্যাচই হবে কঠিন, সেটা আমাদের জন্য, আতলেতিকো ও রিয়ালের জন্যও। মৌসুমের শেষ পর্যন্ত লড়াইটা হবে জমজমাট। আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে।”
Discussion about this post