খেলাধুলা ডেস্ক
শুরুটা করা যাক শেখ জামাল ধানমণ্ডি ক্লাব দিয়েই। গত ২রা মার্চ রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে জামালের এক দর্শক অবৈধ ভাবে মাঠে প্রবেশ করে রেফারির উদ্দেশ্যে বোতল ছুড়ে মারে। এরপর জামালের ড্রেসিং রুমে পালিয় যায় তিনি। পরবর্তীতে বাফুফের কর্মকর্তারা তাকে খুঁজে বের করলেও শেখ জামালের ফুটবলার জাহিদ হাসান ও সহকারী কোচ হাসান আল মামুন বাফুফের কর্মকর্তাদের বাঁধা দেন এবং তর্কে লিপ্ত হন। এ বিষয়ে শেখ জামালের কাছে জানতে চাওয়া হলেও তারা বাফুফেকে কোনও জবাব দেয়নি। যার ফলে জাহিদ হাসান ও হাসান আল মামুনকে পরবর্তী এক ম্যাচ থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং শেখ জামালকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে।
জরিমান গুনতে হবে সাইফ স্পোর্টিং ক্লাবকেও। গত ৫ই মার্চ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে সাইফের উপদেষ্টা জনাব জিয়াউদ্দিন সবুজ অবৈধভাবে এক্রিডিটেশন কার্ড ছাড়াই মাঠে প্রবেশ করেন এবং বাফুফের অফিসিয়ালদের গালাগালি করেন। যার ফলে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমান প্রদান করতে হবে।
এদিকে মরার উপর খাঁড়ার ঘা আরামবাগের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২টি ম্যাচে প্রধান কোচ ছাড়াই খেলতে হয়েছে ঐতিহ্যবাহী দলটিকে। প্রধান কোচ না থাকায় লীগ রেগুলেশন ধারার ১০.১ এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাদেরকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই কারণে জরিমানা গুনতে হবে ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারাকেও। মাত্র তিনটি ম্যাচে প্রধান কোচ না থাকায় উভয় দলকে জরিমানা দিতে হবে ৪৫ হাজার টাকা করে।
এদিকে গত ১লা মার্চের ম্যাচে লীগ রেগুলেশন অনুযায়ী জার্সি নাম্বার না থাকায় আরও ১৫ হাজার টাজা জরিমান গুনতে হবে উত্তর বারিধারাকে।
জরিমানা গুনতে হচ্ছে চ্যাম্পিয়নশীপের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকেও। উক্ত ক্লাবের সহকারী ম্যানেজার মনির হোসেন পিপলু ও বল বগ শেখ হেলাল কর্তৃক সংঘটিত শৃঙ্খলা বহির্ভুত কার্যকলাপের জন্য চ্যাম্পিয়নশীপের বাকি ম্যাচ গুলাতে নিজ দলের হয়ে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।
তৃতীয় বিভাগের দল চকবাজার ইউনাইটেডের সহকারী প্রশিক্ষক জনাব ইনসাফুল টিপু খেলা চলাকালীন সময়ে ম্যাচ পরিচালনাকারী অফিসিয়ালদের গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় নিজ দলের পরবর্তী সকল খেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
২১শে মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারী কমিটি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান জনাব মেজবাহ উদ্দিন।
Discussion about this post