খেলাধুলা ডেস্ক
৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। এই ম্যাচে অভিষেক হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং ক্রুনাল পান্ডিয়ার।
পুনেতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডের একাদশে সুযোগ পেয়েছেন দুই ভাই টম কারেন এবং স্যাম কারেন। এবং ভারতের দলে আছেন দুই ভাই হার্দিক পান্ডিয়া এবং কুনাল পান্ডিয়া।
ফলে ভারত ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হয়ে থাকছে বিখ্যাত সেটিও ভিন্ন কারণেই। এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ যেখানে কোন দুই দলে খেলছেন দুই জোড়া ভাই।
তবে ইনজুরির কারণে ইংল্যান্ডের ওয়ানডে দলে নেই জোফরা আর্চার। নেই জো রুটের মতো বিশ্বসেরা ব্যাটসম্যান। তবে ফিরেছেন মঈন আলী। এদিকে মাইকেল ভন ইতোমধ্যেই ভবিষ্যবাণী করে রেখেছেন এই সিরিজের ৩-০ তে ভারতের কাছে হারবে ইংল্যান্ড।
তবে এই সফরের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দুটিই জিতেছিল ইংল্যান্ড। ওয়ানডে সিরিজেও সেই পুনরাবৃত্তি ঘটে কিনা সেদিকেই চোখ সকলের।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, শারদুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড একাদশ:জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (কিপার), বেন স্টোকস, স্যাম বিলিংস, মঈন আলী, স্যাম কারেন, টম কারেন, আদিল রশিদ, মার্ক উড।
Discussion about this post