খেলাধুলা ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় বঞ্চিত সফরকারী বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে ওয়েলিংটনে পৌঁছেছে তাসকিন আহমেদরা। হারের ক্ষত কাটাতে সেখানে গিয়ে সাঁতারে মনোযোগ বাংলাদেশ দলের।
দলের অন্যতম সদস্য পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আমরা সুইমিং সেশন শেষ করলাম আমাদের অবসাদ কাটিয়ে ওঠার জন্য। আমরা সুইমিং, জাকুজি এগুলো করে স্ট্রেচিং করলাম। কারণ আমাদের ব্যাক টু ব্যাক খেলা আর অনেক ভ্রমণ হচ্ছে এর মধ্যে। রিকোভারি ভালো হওয়ার জন্য ওয়েলিংটনে পৌঁছানোর পরে এখানে আমাদের দলের সুইমিং সেশনটা শেষ হলো।’
সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা। সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনের পর ৫ দিনের অনুশীলন ক্যাম্প করে অধিনায়ক তামিম ইকবালের দল। তবে সে লড়াইয়ে সুবিধা করতে পারছে না সফরকারীরা। ৩ ম্যাচ ওয়ানডের শুরুর দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য তাদের।
সে লক্ষ্যে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে টাইগাররা। হোটেলে উঠে জলের বুকে নেমে পড়ে গোটা দল। মূলত হারের অবসাদ ভুলতেই এমন আয়োজন তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। মানসিকতা ধরে রেখে শেষ ম্যাচে জয় তুলে নিতে চায় বাংলাদশ দল। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৬ মার্চ, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।
Discussion about this post