খেলাধুলা ডেস্ক
কিছুতেই গণমাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না সাকিব আল হাসান। তাকে ঘিরে এখনো সরগরম বাংলাদেশ ক্রিকেট। কয়েকদিন আগেই ফেসবুক লাইভে উত্তাপ ছড়িয়েছেন এই অলরাউন্ডার। বোর্ড পরিচালকের সমালোচনা করেছেন প্রকাশ্যে। এ নিয়ে থমথমে অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।
সোমবার দিনগত রাতে দেশে ফেরার পর মঙ্গলবার বাসা থেকে বের হননি। আজ বুধবার সকালে এসেছিলেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ঘণ্টাখানেক অনুশীলন করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্যই প্রস্তুত হচ্ছেন তিনি। হালকা ওয়ার্ম আপের পর সাকিব চলে যান ইনডোরে। একজন থ্রোয়ারকে সঙ্গে নিয়ে সেখানে নেটে ব্যাট করেন তিনি।
অনুশীলন শেষে দুই ঘণ্টার মতো বিসিবি অফিসে অবস্থান করেন সাকিব। এ সময় ড্রেসিংরুমে বিশ্রাম শেষে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কক্ষে যান তিনি। তবে সেখান তাদের মধ্যে কী কথা হয়েছে, সেটি জানা যায়নি।
এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ মিরপুর স্টেডিয়াম ছাড়েন সাকিব। এ সময় মিডিয়াকর্মীরা কথা বলার জন্য অনুরোধ করলেও তাতে সাড়া দেননি তিনি। অনেকটা বিরক্তি প্রকাশ করে গাড়ির দরজা লাগিয়ে সোজা মিরপুর ত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
Discussion about this post