খেলাধুলা ডেস্ক
ফাইনালে এসেও এক পেশে ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো পুরা টুর্নামেন্টেই দাপট দেখানো বিকেএসপি। নড়াইল জেলাকে ৬-০ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করেছে তারা। বিকেএসপির হয়ে দুটি করে গোল করে অর্পিতা পাল ও শান্তিনা টুডু এবং একটি করে করেন সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের অর্পিতা পাল এবং সর্বোচ্চ গোলদাতার (১২ গোল) পুরস্কার জিতেছেন নড়াইল জেলার নমিতা কর্মকার। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ১০ হাজার টাকা করে পুস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও চ্যাম্পিয়ন দল বিকেএসপি ৬০ হাজার এবং রানার্সআপ নড়াইল জেলা পুরস্কার হিসেবে পেয়েছ ৪০ হাজার টাকা।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ সিকদার, সহ-সভাপতি সাজেদ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এবারের টুর্নামেন্টে ১৩ টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করে। দল গুলা হলঃ
★ ক গ্রুপ – ঝিনাইদাহ, জয়পুরহাট ও ঠাকুরগাও।
★ খ গ্রুপ- নড়াইল, চট্টগ্রাম, যশোর।
★ গ গ্রুপ – রাজশাহী, রংপুর, দিনাজপুর।
★ ঘ গ্রুপ – বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার, ময়মনসিংহ
Discussion about this post