খেলাধুলা ডেস্ক
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নেপাল। ৬৭ মিনিটে কিরগিজস্তানের অধিনায়ক ডিফেন্ডার তাশিয়েব দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময় প্রতিপক্ষের দশ জনের বিরুদ্ধেও গোল করতে পারেনি স্বাগতিকরা।
প্রথম ম্যাচে জিতে ফাইনালে যাওয়ার পথটা আগেই সহজ করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের শেষ ম্যাচে নেপালের সাথে ড্র বা হারালেই ফাইনালে যেতো বাংলাদেশ। এবার সেই কাজটা আরও সহজ করে দিলো নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। কারণ নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ গোল শূণ্য ড্র হয়েছে। এতে তিন পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। অন্য দিকে এক পয়েন্ট নিয়ে এখনও ফাইনালে যাওয়ার পথে টিকে থাকলো নেপাল ও কিরগিজস্তান।
আগামী ২৭শে মার্চ মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। উক্ত ম্যাচে ড্র বা বাংলাদেশকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে নেপালের। যদি বাংলাদেশ ২-০ গোলে জিতে যায় তবে বাদ পড়বে নেপাল, তখন ফাইনাল খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। এদিকে যদি বাংলাদেশ ১-০ গোলে জিতে তাহলে কিরগিজস্তান ও নেপালের হেড টু হেড বা কার্ড বিবেচনা করে এক দল ফাইনালে যাবে।
২০০৫ সালের পর এবারই দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানে সাফ চ্যাম্পিয়নসশীপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয় এমিলি, কাঞ্চনদের।
Discussion about this post