খেলাধুলা ডেস্ক
পোল্যান্ড জাতীয় দল এখন ঢাকায়। খেলবেন মুজিব শত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ সহ আরো তিন দল অংশ নিবে, সর্বমোট পাঁচটি দেশ নিয়ে হবে এই টুর্নামেন্ট।
বাংলাদেশ থেকে থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে পোল্যান্ডের অবস্থান। দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে।
বৃহস্পতিবার ঢাকায় এসে দলের অধিনায়ক মাইকেল স্পিসকো এবং ম্যানেজার মাচে সাউস্কি টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা প্রকাশ করেছেন। অধিনায়ক মাইকেল স্পিসকো বলেন,
“আমাদের দেশে ২০১৫ সাল থেকে কাবাডি চর্চা শুরু হয়েছে। এই খেলাটি ইউরোপে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের বিপক্ষে আমরা কখনও মোকাবিলা করিনি। প্রতিপক্ষ অচেনা হলেও ভিডিও ম্যাচ দেখেই তাদের সর্ম্পকে জানতে পেরেছি আমরা।”
টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ই মার্চ এবং ফাইনাল ২ এপ্রিল। পোল্যান্ড ছাড়াও বাকি চার দেশ হলো স্বাগতিক বাংলাদেশ, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপাল।
Discussion about this post