নিউজ ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী দুইদিনের সফরে নানা আয়োজনে অংশ নেবেন। বাংলাদেশে নেমেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। দুপুরে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের নানা অঙ্গনের তারকারা।
উপস্থিত ছিলেন নারী জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সালমা খাতুন এবং জাহানারা আলমও। মোদির সঙ্গে তারা সৌজন্য সাক্ষাতের পর এক ফ্রেমে ছবি তুলেন।
সাক্ষাৎ শেষে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি, তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।’
Discussion about this post