খেলাধুলা ডেস্ক
বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা ব্যাপক, আর্থিক ঝনঝনানিটাও চোখ কপালে ওঠার মতো। যে কারণে লক্ষ্যটা যদি অর্থ কেন্দ্রিক হয় তাহলে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট সবচেয়ে ভালো অপশন, সেই পথেই হাটতে যাচ্ছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারে।
ঠিক ‘চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি’ নামে না ফিরে, নতুন এক টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্লাব সারে প্রস্তাব দিয়েছে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে নিয়ে নতুন এক টুর্নামেন্ট আয়োজনের।
বিপিএল, আইপিএল, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো লিগগুলোর সেরা দলকে নিয়েই আয়োজনের কথা ভাবছে কাউন্টিটি। তবে সারের যা আভাস, তাতে ‘প্রতিযোগিতামূলক’ টুর্নামেন্ট হওয়ার চেয়ে প্রদর্শনী টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই দেখা দিচ্ছে বেশি। এর প্রধান উদ্দেশ্য, করোনাকবলিত সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়া। এ থেকে সম্ভাব্য আয় ধরা হচ্ছে ১ মিলিয়ন ইউরো।
সম্প্রতি এমনটাই জানিয়েছে ইংলিশ গণমাধ্যম টেলিগ্রাফ। তবে তারা এটাও জানিয়েছে যে, এ বিষয়ে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবটির প্রধান নির্বাহী রিচার্ড গোউল্ড বলেন, ‘মৌসুমের শেষে আইপিএল কিংবা বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে দল নিয়ে একটা ছোট পরিসরের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।’
আনুমানিক সময় ধরা হচ্ছে সেপ্টেম্বরকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে। আর ভেন্যু হবে ইংল্যান্ডেই। যদিও ইসিবির পক্ষ থেকে সবুজ সঙ্কেত এখনো পায়নি ক্লাবটি। গোউল্ড বলেন, ‘এখানে লন্ডন আর ম্যানচেস্টার থাকবে ভেন্যু হিসেবে। এই টুর্নামেন্টের আয়োজক হতে বার্মিংহাম ও লিডসেরও আগ্রহ আছে বেশ। কিন্তু ইসিবির পক্ষ থেকে অনুমতি এখনো পাইনি আমরা।’
Discussion about this post