খেলাধুলা ডেস্ক
বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত সব গোল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন নরওয়ের বিস্ময়বালক আর্লিং হ্যালান্ড। ধারণা করা হচ্ছে, মেসি-রোনালদো পরবর্তী যুগে যেকজন ফুটবলার রাজত্ব করবে তাদের মধ্যে ২০ বছর বয়সী এই ফুটবলার অন্যতম।
অন্যতম সেরা তরুণ এই ফুটবলারকে দলে টানতে মুখিয়ে আছে ইউরোপের সব টপ জায়ান্টরা। তবে সামনের মৌসুমে হ্যালান্ডকে খুব সহজে দলে টানতে পারছে না নিশ্চিতভাবে বলা যায়। কেমনা, মাত্র এক মৌসুম আগেও ২০ মিলিয়নে কেনা ফুটবলারের জন্য বর্তমানে ১৮০ মিলিয়ন হাকাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড।
ইএসপিএনের মতে, অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ থেকে কেনার পর হ্যালান্ডের রিলিজক্লজ ধরা হয়েছিল ৭৫ মিলিয়ন ইউরো। কিন্তু এই ৭৫ মিলিয়ন ইউরো তখনই বিবেচনায় আসবে যদি সেটা হয় ২০২২ সালের জুন মাস হয়। তার আগে বুরুশিয়া তার দাম ইচ্ছামত হাঁকাতে পারবে এবং সেই সুযোগটাই এখন কাজে লাগাচ্ছে জার্মান ক্লাবটি। চুক্তি শেষ হওয়ার আগে অন্য কোন ক্লাব যদি নরওয়েজিয়ান এই ফুটবলারকে কিনতে চায় তাহলে ১৮০ মিলিয়ন বিড করতে হবে। আকাশচুম্বী এই মূল্যা সামনের মৌসুমেই কেউ যদি হ্যালান্ডকে কিনে তাহলে পিএসজির কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার বনে যাবেন সময়ের অন্যতম সেরা প্রতিভাবান এই স্ট্রাইকার।
চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছে আর্লিং হ্যালান্ড। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে তার দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে সেভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান বুন্দেস লিগায় এবার ২১ ম্যাচে ২১ গোল করে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে হ্যালান্ডের গোলসংখ্যা ৩৩টি
Discussion about this post