খেলাধুলা ডেস্ক
বেতন নিয়ে বনিবনা না হওয়ায় সে সময় পদত্যাগ করেন চামিন্দা ভাস, তবে সেই সংকট কেটে গেছে। দুই পক্ষের আলোচনা শেষে আবারও লঙ্কানদের বোলিং কোচের দায়িত্বে ফিরেছেন ভাস। তুলে নিয়েছেন ২৬ ফেব্রুয়ারি দেওয়া পদত্যাগপত্রও, যার ফলে চতুর্থ বারের মতো শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া নিশ্চিত হলো ভাসের।
এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, “দুই পক্ষের আলোচনার পর সমঝোতার মাধ্যমে মেটানো হয়েছে সমস্যা। ভাস তার পদত্যাগ তুলে নিয়ে পেস বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন। সে আইকনিক ক্রিকেটার, ভবিষ্যত দিন গুলোর জন্য শুভ কামনা।”
ব্যক্তিগত কারণে ফেব্রুয়ারিতে বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বোলিং কোচ ডেভিড সাকের, এরপর দায়িত্ব দেওয়া হয় চামিন্দা ভাসকে। তবে বেতন নিয়ে বোর্ডের সাথে বনিবনা হচ্ছিলো না, বোর্ডের কাছে ডেভিড সাকেরের সমান বেতন দেওয়ার অনুরোধ করেন ভাস। কিন্তু বোর্ড তাতে সাড়া দেয়নি, যার ফলে পদত্যাগ করেন দেশটির সাবেক এই পেসার।
এর আগে অস্থায়ী ভাবে আরও ৩ বার শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন চামিন্দা ভাস, প্রথম ২০১৩, এরপর আরও দুইবার ২০১৫ ও ২০১৭ সালে লঙ্কানদের বোলিং কোচ ছিলেন ভাস।
Discussion about this post