খেলাধুলা ডেস্ক
শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানা শিকারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
ম্যাচের উদ্বোধন করেন ভারতীয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এই খেলা দেখতে এসে পঞ্চাশোর্ধ সীমা আচার্য্য যেন আবেগাপ্লুত। বাংলাদেশের মানুষকে কাছে পেয়ে বহুবছর আগে বাবার মুখে শোনা গল্পের ঝাঁপি খুলে যায় সীমার। তিনি বলেন, এই খেলার মাধ্যমে দুই দেশের বন্ধন যেন আরও সুদৃঢ় হয়।
মৈত্রী ফুটবল ম্যাচে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন শূন্য গোলে হারায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দলকে। তবে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিজিবি দলের গোলরক্ষক আকাশ আলী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ইস্টার্ন কমান্ডের আইজি পি এস, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদ হারুন চৌধুরী, বিজিবি লজিস্টিক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মালেক।
অনুষ্ঠানে বিএসএফের ইস্টার্ন কমান্ডের আইজি বলেন, বাংলাদেশে আজ ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। মাত্র ৫০ বছরে এই দেশটি একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নে দক্ষিণ এশিয়ার রোল মডেল। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিশেষ করে বিজিবি ও বিএসএফের সম্পর্ক উন্নয়নে মৈত্রী ফুটবল ম্যাচের মতো খেলাধুলার আয়োজন করার ওপর জোর দেন তিনি।
Discussion about this post