খেলাধুলা ডেস্ক
লীগে দারুণ পার্ফরমেন্স করেই জায়গা করে নিয়েছিলেন লাল-সবুজের জার্সিতে। কিন্তু বাংলাদেশের হয়ে খুব বেশি সুযোগ হয়নি মাঠে নামার। ঢাকার ফুটবলে বিজেএমসি, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, চিটাগং আবাহনীর পর খেলেছিলেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে। শেখ জামালে থাকাকালীন ছিলেন বেঞ্চের নিয়মিত ফুটবলার, বিদেশিদের ভিড়ে মাঠে নামা হয়নি সিলেটের এই ফুটবলারের।
চলতি মৌসুমের শুরুতে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও হঠাৎ’ই উড়াল দিতে হয় লন্ডনে। তাই লিগের কোনো ম্যাচে খেলেননি এই স্ট্রাইকার। তবে এবারের ফেডারেশন কাপে মাঠে ছিলেন তিন ম্যাচে, গোলও করেছিলেন একটি। তার দল শেখ রাসেল ক্রীড়া চক্র বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই।
পারিবারিক কাজ সেরে আজ রাতেই আবারো দেশে ফিরছেন তকলিস আহমেদ। ঢাকায় এসে কোয়ারান্টাইন মেনেই দলের সাথে যোগ দিবেন বলে জানান তকলিস আহমেদ।
চলতি লিগে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
Discussion about this post