খেলাধুলা ডেস্ক
এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের। বড় পরাজয়ের ম্যাচেও নাসুমের অভিষেকটা দুর্দান্তই হয়েছে বলা যায়। নিউজিল্যান্ড এ ম্যাচে ওভার প্রতি সাড়ে ১০ করে রান তুলেছে সেখানে নাসুম দিয়েছেন ওভার প্রতি মাত্র সাড়ে ৭ রান। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেটও। ম্যাচের প্রথম ওভারেই ফিরিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালানকে(০)। এরপর গাপটিলকেও সাজঘরে পাঠান নাসুম।
অপর দিকে খরুচে বোলিং করেছেন শরিফুল ইসলাম। ৪ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন, পাননি কোনো উইকেটও।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিউইরা। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারায় মাহমুদউল্লাহবাহিনী। আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের কল্যাণে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশ।
Discussion about this post