খেলাধুলা ডেস্ক
করোনা মহামারীর জন্য এভারেস্ট প্রিমিয়ার লীগের (ইপিএল) ২০২০ সালের আসরটি স্থগিত করা হয়েছিল। তবে এ বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আবারও মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির। যেখানে অন্যতম আকর্ষণ হতে চলেছেন মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত প্রোটিয়া তারকা ব্যাটসম্যান।
এবি ডি ভিলিয়ার্স ছাড়াও এবারের আসরটি দেখা যেতে পারে ক্যারিবীয় তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে। ২০২০ মৌসুমে পোখরা রাইনোসে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ইউনিভার্সাল বস’। কিন্তু করোনা প্রাদুর্ভাবে আসরটি স্থগিত হয়ে গেলে নেপালের মাঠে নামা হয়নি তার। তবে এবারের আসরে সময়ে তার প্রাপ্যতা নিশ্চিত করা গেলে এই মৌসুমে নেপাল মাতাতে দেখা যাবে তাঁকে।
নেপালের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্স এই বছর ইপিএলে খেলতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করে উল্লসিত আমির আখতার জানিয়েছেন,
“ইপিএলে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের এনে নেপালের ক্রিকেটকে বৈশ্বিক ক্রিকেটে পরিচিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা আগের মৌসুমেও এবি ডি ভিলিয়ার্সকে আনার চেষ্টা করেছি কিন্তু তিনি উন্মুক্ত (খেলার জন্য) ছিলেন না।”
তিনি আরও বলেছেন , “এই সংস্করণে তিনি এখানে আসতে সম্মত হয়েছে। এর মধ্যে যদি কিছু না আসে তবে সে নিশ্চিতভাবে নেপালের মাঠে খেলবে।”
তবে এবি ডি ভিলিয়ার্সকে কোন দলের হয়ে দেখা যাবে তা এখনও নির্ধারিত হয়নি। নিশ্চিতভাবেই টুর্নামেন্টের ছয়টি দলই টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকাকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছুটবে।
Discussion about this post