খেলাধুলা ডেস্ক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে শুরু হয়েছে বড় প্রস্তুতি।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু করোনা ভাইরাসের কারণে ভেস্তে গেছে সেটিও। অবশেষে কাটতে যাচ্ছে অপেক্ষার প্রহর।
মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের আন্তর্জাতিক ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। একটি চারদিনের ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে খেলতে এপ্রিলের ১২ তারিখে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সফরের জন্য প্রান্তিক নওরোজ নাবিলকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
মূলত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজের আয়োজন করেছে বিসিবি। আকবর আলি- শরিফুলরা যেভাবে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন বাংলাদেশকে, এবার সেই একই কাজটি করে দেখাতে চান প্রান্তিক নওরোজ নাবিল-নাঈমুর রহমানরা।
সফরের সূচিঃ
এপ্রিল ১৯-২২ : একমাত্র চারদিনের ম্যাচ।
এপ্রিল ২৬ – ১ম ওয়ানডে, সিলেট।
এপ্রিল ২৮ – ২য় ওয়ানডে, সিলেট।
এপ্রিল ৩০ – ৩য় ওয়ানডে, সিলেট।
৩ মে – ৪র্থ ওয়ানডে, মিরপুর।
৫ মে – ৫ম ওয়ানডে, মিরপুর।
বাংলাদেশ দলঃ
ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নরোরোজ নাবিল (অধিনায়ক), সাকিব শাহরিয়ার, এসএম মেহেরাব হোসেন, এইচ মোল্লা, তাওহিদুল ইসলাম ফেরদৌস(কিপার), নাঈমুর রহমান, গোলাম কিবরিয়া, নাইমুর রহমান নয়ন, শামসুল ইসলাম আপন, শায়ান আহমেদ চৌধুরী, মোহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, আরিফ আহমেদ অনিক।
Discussion about this post