খেলাধুলা ডেস্ক
দ্বিতীয় ম্যাচের আগেও ভক্ত-সমর্থকদের কৌতূহলী প্রশ্ন, মুশফিক কি কাল খেলবেন? একে তো তামিম ইকবাল নেই। ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন। এখন মুশফিকই অন্যতম নির্ভরতা। কিন্তু তিনিও যদি না থাকেন, তাহলে দলের ব্যাটিং শক্তি যে বহুগুণে কমে যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘মিস্টার ডিপেন্ডেবল’র মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ খেলা নিয়েও আছে সংশয়। ঢাকায় অবস্থানরত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করে জানাতে পারেননি মুশফিক খেলতে পারবেন কি না?
নান্নু জানান, আমরা চিকিৎসকের রিপোর্টের অপেক্ষায় আছি। পজিটিভ রিপোর্ট পেলেই কেবল বলা যাবে যে মুশফিক খেলছে।
নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা শেফ দ্য মিশন জালাল ইউনুসও কোন আশার বাণী শোনাতে পারেননি। সোমবার বাংলাদেশ সময় বেলা ২টার (নিউজিল্যান্ড তখন রাত ৯ টা) দিকে জালাল ইউনুস বলেন, আমি সম্ভাবনা খুব কম দেখছি। জালাল জানান, মুশফিকের কাঁধে ব্যথা আছে। ব্যথার তীব্রতা বেশি বলেই মনে হয় আমাদের।
Discussion about this post