খেলাধুলা ডেস্ক
বাংলাদেশের অনেক সুখস্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ডেভ হোয়াটমোর। ২০০৭ বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারানো দলের কোচ ছিলেন তিনি। বাংলাদেশ দলকে বেশ ভালোমতই চেনা তাঁর। বাংলার পারফরম্যান্স বেশ ভালোই নাড়া দেয় তাকে।
সাবেক শীষ্যরা নাকানিচুবানি খাচ্ছে নিউজিল্যান্ডে, সেটিও জানেন হোয়াটমোর। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ ছিলেন, গত বছরের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছেন নেপালের। সেই সুবাদে এখন নেপালেই অবস্থান করেছেন ডেভ। গতকাল (২৯ মার্চ) বাংলাদেশ বনাম নেপালের ফুটবল ম্যাচ দেখতে এসেছিলেন মাঠে। সেখানেই গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ দল এবং নেপালকে নিয়ে।
হোয়াটমোর জানিয়েছেন, নিউজিল্যান্ডের মাটিতে তারা অপ্রতিরোদ্ধ প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ভালো করতে হলে বিদেশের কন্ডিশনে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। যেহেতু তিনি বাংলাদেশের ক্রিকেট ফলো করেন ডেভ, সেহেতু কেমন মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত?
হোয়াটমোর বলেন,“বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে যাচ্ছে কিনা এটা বলা মুশকিল। ওদের কাছ থেকে দেখি না অনেকদিন। আমি কেবল দূর থেকে দেখি আর ওদের ক্রিকেটের নিয়মিত খোঁজ রাখি। বিদেশের কন্ডিশনে ভাল করতে কঠোর পরিশ্রম করতে হবে। ঘরোয়ার পাশাপাশি বেশি বেশি ম্যাচ খেলতে হবে ঐসব কন্ডিশনে।”
নেপালের দায়িত্ব বর্তমান কাজ করছেন এই কোচ। সন্দীপ লামিচানেদের বিশ্বকাপ খেলানোর স্বপ্ন দেখছেন ডেভ হোয়াটমোর। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এই কোচ।
Discussion about this post