খেলাধুলা ডেস্ক
ফাইনালের আগে দলকে উজ্জীবিত করতে পুরস্কার ঘোষণা করেছিলেন কাজী সালাউদ্দিন। টিম ম্যানেজারের মাধ্যমে ফুটবলারদের জানিয়ে দেয়া হয়েছিল, ‘চ্যাম্পিয়ন হলে পুরস্কার ২১ লাখ টাকা।’ সবাই মিলে ২১ লাখ মাত্র! ক্লাব থেকে তো একেকজন এর চেয়ে দ্বিগুণ-আড়াইগুণ টাকা পান। হয়তো তাই বাফুফে সভাপতির পুরস্কার ঘোষণা উজ্জীবিত করতে পারেনি ফুটবলারদের।
জাতীয় দলের পেছনে প্রচুর বিনিয়োগ। লক্ষ্য ভালো ফলাফল; কিন্তু নেপালের এই টুর্নামেন্ট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে- বাংলাদেশের ফুটবল কেবল র্যাংকিংয়ে অবনমন হচ্ছে না, মানও কমছে দিন দিন। বিশেষ করে জাতীয় দলের। ঘরোয়া ফুটবল খেলে ৪-৫ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া নেপালিদের সামনে ৫০-৬০ লাখের বাংলাদেশিদের রীতিমতো অসহায়ই মনে হয়েছে। ফুটবলারদের এই অসহায়ত্ব দেখে পরদিন বাফুফে সভাপতি ঢাকা ফিরেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফুটবলাররা নেপাল থেকে ট্রফি নিয়ে ফিরবে- দেশের মানুষ সে আশা করেই অপেক্ষায় ছিল। বাফুফে সভাপতি যে কারণে বড় অংকের পুরস্কারও ঘোষণা করেছিলেন; কিন্তু কোনো আবেগই ছুঁতে পারেনি কোচ জেমি ডেকে।
ভীনদেশি এই কোচ যে কারণে ফাইনালে মাঠে নামিয়েছিলেন অদ্ভুত এক একাদশ। সোহেল রানাকে না রাখার কারণে একাদশ নিয়ে শুরুতেই বড় প্রশ্ন ছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অধিনায়কত্ব করা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এই অভিজ্ঞ মিডফিল্ডারকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি কোচ।
কচি-কাঁচাদের দিয়ে ডিফেন্স সাজিয়ে টুটুল হোসেন বাদশাকে নামিয়েছে দ্বিতীয়ার্ধে। মাহবুবুর রহমান সুফিলকেও বদলি হিসেবে খেলিয়েছেন। নেমেই ব্যবধান কমিয়েছেন এই ফরোয়ার্ড। বাফুফের অনেকের মতেই শিরোপা হাতছাড়া হয়েছে জেমির কারণে।
কাজী সালাউদ্দিন কয়েক কোটি টাকা খরচ করছেন বিদেশি কোচিং স্টাফের পেছনে। ফুটবলারদের দিচ্ছেন সর্বোচ্চ সুযোগ-সুবিধা; কিন্তু নেপালের স্থানীয় কোচিং স্টাফ ও ৪-৫ লাখ টাকা বেতন পাওয়া ফুটবলারদের কাছেই নাস্তানাবুদ বাংলাদেশের ‘রাজকীয় দলটি।’
ফাইনালের পর বাফুফে সভাপতি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তার সফরসঙ্গীদের সূত্রে জানা গেছে, ম্যাচ শেষ হওয়ার পর হোটেল ফেরা পর্যন্ত কারো সঙ্গে কথাই বলেননি কাজী সালাউদ্দিন। পরে একাদশ, ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। এত বিনিয়োগ করার পর এমন খেলা? হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন দেশের ফুটবলের এই অভিভাবক।
Discussion about this post