খেলাধুলা ডেস্ক
কাতার বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়ান অঞ্চলে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গোলিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে জাপান। নিজেদের ঘরের মাঠে গুনে গুনে সফরকারীদের জালে বল জড়িয়েছে ১৪ বার!
প্রথম ১৩ মিনিটে গোল হলো না। তারপর যে শুরু হলো, আর থামলো না। গুনে গুনে মঙ্গোলিয়ার জালে ১৪ গোল দিল ‘এশিয়ার ব্রাজিল’ খ্যাত জাপান। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিমত্তায় পিছিয়ে থাকা মঙ্গোলিয়াকে পেয়ে এমন ধ্বংসলীলা চালিয়েছে ব্লু সামুরাইরা।
দুই দলের মধ্যে শক্তির পার্থক্য র্যাংকিংয়েই স্পষ্ট। জাপান যেখানে ফিফা র্যাংকিংয়ে ২৭ নম্বরে, মঙ্গোলিয়ার অবস্থান সেখানে ১৯০তম। মাঠের ফুটবলেও পার্থক্যটা দেখা গেল পরিষ্কার।
বিশ্বকাপ বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে নিজেদের মাঠ ফুকু-আরি স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ১৪-০ গোল উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচে হ্যাটট্রিক করেন ইয়োয়া ওসাকা। এছাড়া দুটি করে গোল করেন সু ইনাজাকি, জুনিয়া ইতো এবং কায়োগো ফুরোহাসি।
মঙ্গোলিয়ার ফুটবল ইতিহাসে অবশ্য এটিই সবচেয়ে বড় পরাজয় নয়। ১৯৯৮ সালে উজবেকিস্তানের বিপক্ষে ১৫-০ গোলে হেরেছিল দলটি।
অন্যদিকে জাপানের ইতিহাসেও সবচেয়ে বড় জয় নয় এটি। চারবারের এশিয়ান চ্যাম্পিয়নরা ১৯৬৭ সালে ১৫-০ গোল উড়িয়ে দিয়েছিল ফিলিপাইনকে।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ৫ ম্যাচের সবগুলোই জয় পেয়েছে জাপান। প্রতিযোগিতার এশিয়ান অঞ্চলের ৫ ম্যাচে পূর্ন ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাপান। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কিরগিজিস্তান। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানিতে মঙ্গোলিয়া।
Discussion about this post