খেলাধুলা ডেস্ক
এবারও গোলোৎসবে লিগ শুরু করল কিংস। প্রথম ম্যাচে গত লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের বিপক্ষে মুখোমুখি হবে প্রথমবারের মতো অংশ নেয়া দল সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব।
নিজেদের প্রথম ম্যাচে কোনো গোল হজম না করে সদ্যপুস্করিণীর জালে গুণে গুণে ১৪ বার বল পাঠিয়েছে সাবিনা-কৃষ্ণারা।
বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ম্যাচটিতে সদ্যপুস্করিণী যুব এসসিকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কিংস।
হ্যাটট্রিকসহ একাই সাতটি গোল করেন কিংসের ফরোয়ার্ড কৃষ্ণা খাতুন। ২২ গোল নিয়ে গত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন জাতীয় দলের এই স্ট্রাইকার। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন শিউলি আক্তারও।
জোড়া গোল এসেছে স্বপ্নার কাছ থেকে। আর গত লিগে ৩৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন করেছেন বাকী একমাত্র গোলটি।
গত লিগে ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল বসুন্ধরা কিংস। এবারও দুর্দান্ত জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লিগ শুরু করল মাহমুদা শরীফা অদিতি বাহিনী।
এবার লিগে অংশ নেয়া ৮ দল
বসুন্ধরা কিংস, শেখ রাসেল, নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি, জামালপুর কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা, কুমিল্লা ইউনাইটেড, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব।
Discussion about this post