খেলাধুলা ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের গেমস আয়োজন বঙ্গবন্ধুর নামে। যে কারণে এবারের গেমসের মশাল যাত্রা শুরু হয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধন করার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মূল মশাল প্রজ্বলন করেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
মশাল টুঙ্গিপাড়া থেকে প্রজ্বলন করায় প্রধানমন্ত্রী বেশ খুশি। তিনি এজন্য গেমস আয়োজকদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘টুঙ্গিপাড়া, যে মাটিতে জাতির পিতা জন্মগ্রহণ করেছিলেন এবং যে মাটিতে তিনি ঘুমিয়ে আছেন সেখান থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলিত হয় এবং তা ঢাকায় নিয়ে আসা হয়। সেজন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে অংশগ্রহণকারী সব ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং অফিশিয়ালদের স্বাস্থ্যবিধি মানতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই আয়োজনটা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে। হঠাৎ করে করোনাভাইরাস দেখা দিলে আমরা বাধ্য হয়ে গেমস স্থগিত করি। এ বছর আমরা আয়োজন করছি। এখন আবার নতুনভাবে করোনা দেখা দিয়েছে। তাই সবাই স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিশেষ খেয়াল রেখে খেলাগুলো আয়োজন করবেন।’
Discussion about this post