খেলাধুলা ডেস্ক
বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে প্যাড জোড়া তুলে রাখার আভাস দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার রাতে দারাজের সঙ্গে ফেসবুক লাইভে বাংলাদেশের বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এক কথায় জবাব দেন, ‘২০২৩’।
এই বিশ্বকাপে নাহলে আশা ছাড়ছেন না ৩৪ বছর বয়সী দেশসেরা এই ক্রিকেটার। যেন বিশ্বকাপ জিতিয়ে অবসরে যেতে চান আইসিসির র্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা এই অলরাউন্ডার।
বলেন, ‘না জিতলে ২০২৭ বিশ্বকাপ খেলব।’ সেসময় চল্লিশে পা রাখবেন সাকিব। খেলতে পারবেন কি পারবেন না সেটা নাহয় সময়ের ওপরই ছেড়ে দেয়া গেল।
তবে বিশ্ব দুয়ারে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সাকিব টাইগারদেরকে বিশ্বসেরা বানিয়েই অবসরে যেতে চান। তার আগে দলের যে বিষয়টা চেঞ্জ করতে চান সেটাও জানালেন তিনি। সেটি হলো- ‘মানসিকতা’। বিষয়টি ব্যাখ্যা করার কথা বলা হলে নিরব থাকেন সাকিব।
দলের মানসিকতার বিষয়টি নতুন বিষয় নয় অবশ্য। হারার আগেই হেরে যাওয়ার প্রবণতাকে চেঞ্জ করার কথাই হয়তো বলতে চেয়েছেন সাকিব অথবা জয় নিয়ে মাঠ ছাড়ার মানসিকতার কথাই বলতে চেয়েছেন। সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে হোয়াটওয়াশ হয়েছে টাইগাররা। আবারও ঘুরে ফিরে আসছে এই প্রসঙ্গ ‘মানসিকতা’।
সেরার মানসিকতা নিয়ে এবারও আইপিএলের ১৪ তম আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিকে দুইবার চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য।
এ যাবত আইপিএলে বিভিন্ন দলের হয়ে সবমিলিয়ে ৬৩ ম্যাচে ১২২.৬৬ স্ট্রাইকরেটে তুলেছেন ৭৪৬ রান। বল হাতেও উজ্জ্বল ছিলেন। ৬৩ ম্যাচে শিকার করেছেন ৫৯ উইকেট।
Discussion about this post