খেলাধুলা ডেস্ক
ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে অংশ নেওয়া নিয়ে ইসিবির পক্ষ থেকে ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস যে বিবৃতি দিয়েছেন, তাতে মোটেও খুশি নন মাইকেল ভন।
সম্প্রতি জাইলস এক বিবৃতিতে জানান যে, সংঘাত এড়াতে ইংল্যান্ড বোর্ড জাতীয় দল অথবা আইপিএলের মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য ক্রিকেটারদের উপর চাপ দিতে পারে না। যদি ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেওয়া না হয়, তবে তাতে বেশ কিছু প্রথম সারির খেলোয়াড়দের হারাতে পারে ইসিবি।
তবে মাইকেল ভনের দাবি, বোর্ড যদি ভেবে থাকে ক্রিকেটাররা ইসিবির কেন্দ্রীয় চুক্তি ছেড়ে আইপিএলকে বেছে নেবে, তবে সেটা তাদের ভুল ধারণা। বরং ইসিবির উচিত নিজেদের ক্ষমতা প্রয়োগ করা এবং যে সব ক্রিকেটার দেশের আগে ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দেয়, তাদের ছেঁটে ফেলা।
‘দ্য টেলিগ্রাফ’-এর কলামে ভন লেখেন, ‘ইংল্যান্ড এই ভেবে ভ্রমের মধ্যে আছে যে, তাদের খেলোয়াড়রা আইপিএল খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করবে। বিবিসিতে আমার শোয়ে অ্যাশলে জাইলস বলে যে, আইপিএল নিয়ে ক্রিকেটারদের সঙ্গে সংঘাতে যেতে চায় না বোর্ড। কারণ, তাতে আমাদের বেশ কিছু সেরা ক্রিকেটারদের হারানোর সম্ভাবনা আছে।’
ভন আরও লিখেছেন, ‘আমার মনে হয় এটা একটা ভুল বার্তা যাচ্ছে। যদি ২৬-২৭ বছরের কোনো ক্রিকেটার আমার কাছে এসে বলে যে, সে ইংল্যান্ডের থেকেও আগে আইপিএল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেবে, আমার সোজাসাপ্টা প্রতিক্রিয়া হবে, যাও, পরে দেখা হবে। বিদায়। তবে আমি বলে রাখছি যে, দু-এক বছরের মধ্যেই তোমাকে ফিরে এসে আমার দরজায় টোকা দিতে হবে।’
এর আগে জিওফ্রে বয়কটও দাবি করেছিলেন যে, যদি খেলোয়াড়রা দেশের আগে আইপিএলকে বেছে নেন, তবে তাদের বাদ দিয়ে দেওয়া উচিত। ভন শেষে লিখেছেন, ‘যদি ইংল্যান্ড সত্যিই চায় যে, এমনটা না ঘটুক, তাহলে কেন সেরা ক্রিকেটারদের সঙ্গে ২-৩ বছরের কেন্দ্রীয় চুক্তি করছে না? বেন স্টোকস, জোফ্রা আর্চারদের সঙ্গে ১২ মাসের বদলে ২-৩ বছরের চুক্তি করা উচিত।’
Discussion about this post