খেলাধুলা ডেস্ক
কয়দিন আগে নেতৃত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন স্মিথ। পরে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলে দেন, এই মুহূর্তে অধিনায়ক হওয়ার শূন্য পদ নেই। এবার অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন বলেছেন, তিনি স্মিথকে আবারো দলের নেতৃত্বে দেখতে চান। একটি গণমাধ্যমকে দেয়া মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন।
একটি পডকাস্টে লিয়ন বলেন, ‘স্মিথ কথাটা (নেতৃত্ব গ্রহণ) বলায় আমি ভীষণ উত্তেজিত। গত দুই বছরে সে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। তাই এগিয়ে এসে নেতৃত্বের কথা বলার সাহস দেখিয়েছে। তাই হয়তো স্মিথের মনে হয়েছে এখনও নেতৃত্ব দিতে পারে। যদি সে সেটি চায়, তাহলে তাকে দেয়া যেতেই পারে। সে অধিনায়ক হলে আমি খুশি হব।’
স্মিথকে আবারো অধিনায়ক হিসেবে দেখতে চাইলেও বর্তমান টেস্ট নেতা টিম পেইনের প্রশংসা করেছেন লিয়ন, ‘পেইন আমাদের অধিনায়ক এবং নিজের মতো করে দলকে এগিয়ে নিচ্ছে। পেইনের অধিনায়কত্বকে শ্রদ্ধা করে স্মিথ। মাঠে ও মাঠের বাইরে পেইনকে অনেক পরামর্শ দেয়। কারণ তার ক্রিকেট জ্ঞান অনেক ভালো এবং বাকিদের থেকে আলাদা। পেইনও খেলাটা খুব ভালো বোঝে। তাই পেইনের অধিনায়কত্ব প্রশংসার যোগ্য।’
Discussion about this post