খেলাধুলা ডেস্ক
লকডাউন খোলা না পর্যন্ত দেশের সকল ফুটবল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রবিবার রাতে বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সোমবার থেকে ফুটবল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, নারী ফুটবলসহ সব স্থগিত রাখছি। লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে।’
৯ এপ্রিল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। দ্বিতীয় লেগ শুরুর আগে চলছে মধ্যবর্তী দলবদল। মধ্যবর্তী দলবদল শেষ হওয়ার সময়সূচি ৭ এপ্রিল।
ফিফার কাছে বাফুফে সময় বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে উল্লেখ করে সোহাগ বলেন, ‘এই পরিস্থিতিতে ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধন করা বেশ কষ্টসাধ্য। তাই আমরা ফিফার কাছে অনুরোধ জানিয়েছি এই সময় বৃদ্ধি করার। আগামীকালের মধ্যে ফিফাকে এই বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছি’।
করোনা পরিস্থিতি বিবেচনায় লকডাউনের মেয়াদ বাড়লে লিগ আরও পেছাবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক। এরই ধারাবাহিকতায় ক্লাবগুলোকে চিঠি দিয়েছে ফেডারেশন।
সোহাগ বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে লকডাউন বা এই পরিস্থিতি শেষ হওয়ার সাত দিন পর খেলা মাঠে গড়াবে।’
৩১ শে মার্চ শুরু হওয়া নারী লিগও বন্ধ রাখা হচ্ছে। লকডাউন খোলার এক সপ্তাহ পর মাঠে গড়াবে লিগটির বাকী অংশ।
Discussion about this post