খেলাধুলা ডেস্ক
রোববার সকালে আবার বাংলাদেশ গেমস ভিন্ন দিকে মোড় নিয়েছে। অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, শ্যুটিং সহ অনেক ডিসিপ্লিন তড়িঘড়ি করে খেলা শেষ করার চেষ্টা করোনা শঙ্কায়। কিন্তু সরকার লকডাউন না করে কঠোর নির্দেশনা দিতে পারে এমন আভাস পাওয়ার পর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আজ সকালে অ্যাথলেটিক্স ইভেন্টে পুরস্কার প্রদানের পর বলেন,‘স্বাস্থ্য বিধি মেনেই বাংলাদেশ গেমস চলতে থাকবে।’ তিনি আরো বলেন,
“ইনশাল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করবো। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাবো।’
গত ১ই এপ্রিল জমকালো উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। গেমসের তৃতীয় দিনের মাথায় জানা যায় যে সারা দেশে সাত দিনের লক ডাউন জারি করা হয়েছে। তাই এই লক ডাউনের মধ্যেও বাংলাদেশ গেমস চলবে কি না সেতা নিয়ে অনিশ্চিয়তার তৈরি হয়। তবে সেই অনিশ্চিয়তার অবসান ঘটলো।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠান দিয়ে পর্দা নামার কথা রয়েছে বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই আয়োজনের।
বিওএ মহাসচিব আরও বলে, ‘এরইমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিক মতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।’
দেশের আট বিভাগে ৩১টি ডিসিপ্লিনে ৫ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন বাংলাদেশ গেমসে। গেমস শুরুর আগেই অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছিল, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাসের নেগেটিভ সনদ নিয়েই ক্রীড়াবিদরা এবারের গেমসে যোগ দিয়েছেন বলে জানায় আয়োজকরা।
Discussion about this post