খেলাধুলা ডেস্ক
ইউরো ২০২০-এ ওয়েম্বলি স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকার আশা প্রকাশ করেছেন ইংলিশ ফুটবলের কর্তারা।আপাতত মে মাস পর্যন্ত ইংল্যান্ডের করোনাভাইরাস পরিস্থিতিতে ভালো কিছুর আভাস না মিললেও লকডাউন অনেকটাই শিথিল হওয়া শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহে ক্রীড়াঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অ্যাসোসিয়েশন প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম এ সম্পর্কে বলেছেন, ‘ওয়েম্বলিতে আমরা তিনটি পরীক্ষামূলক ইভেন্ট করতে যাচ্ছি যা নিয়ে সবাই বেশ আনন্দিত। আশা করছি সবগুলোতেই দর্শকদের জন্য একটি নিরাপদ পরিবেশ আমরা উপহার দিতে পারবো। সমর্থকদের মাঠে ফেরানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করছি ইউরোর আগেই আমরা পরিপূর্ণ দর্শক মাঠে ফেরাতে পারব।’
ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য এই তিনটি ম্যাচ হচ্ছে আগামী ১৮ এপ্রিল লিস্টার বনাম সাউদাম্পটনের মধ্যকার এফএ কাপের সেমিফাইনাল, ২৫ এপ্রিল ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যামের মধ্যকার ইংলিশ লিগ কাপের ফাইনাল ও ১৫ মে এফএ কাপের ফাইনাল। আসন্ন ইউরোতে সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বমোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে। তার আগেই বড় সংখ্যক দর্শককে এই স্টেডিয়ামে স্বাগত জানাতে চায় স্থানীয় আয়োজকরা।
Discussion about this post