খেলাধুলা ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, একটি গোল করেন মার্কো অ্যাসেন্সিও। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মো সালাহ।
ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চাপে রেখেছিল রিয়াল। তার ফল পেতে স্বাগতিকদের সময় লাগে ২৭ মিনিট।
টনি ক্রুসের লম্বা পাস কাধ দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে আনেন ভিনিসিয়াস, এরপর দারুণ এক শটে পরাস্ত করেন লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকারকে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
মিনিট নয়েক পর ক্রুসের আরেকটি লম্বা পাস আটকানোর বদলে সেটিকে বক্সে থাকা অ্যাসেন্সিওর পায়ে তুলে দেন লিভারপুল রাইট ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। সেই বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করতে কোনো ভুল করেননি অ্যাসেন্সিও।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় অবশ্য লিভারপুলকে ম্যাচে ফেরান সালাহ। ডিয়োগো জোটার শট রিয়াল ডিফেন্ডারদের গায়ে লেগে চলে আসে সালাহর পায়ে, থিবো কর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।
তার ১৪ মিনিট পরেই অবশ্য প্রথম লেগে রিয়ালের জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস। লুকা মড্রিচের পাস থেকে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোল তুলে নিয়ে রিয়ালকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে।
শেষ ২০ মিনিটে বহু চেষ্টা করলেও আর গোল দিতে পারেনি লিভারপুল। ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগ হবে ১৪ এপ্রিল। সেমিফাইনালে যেতে হলে সেখানে দুই গোলের ব্যবধানে জয় চাই লিভারপুলের।
Discussion about this post