খেলাধুলা ডেস্ক
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফিকা জয় লাভ করায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী।
পুরো শক্তির দল নিয়েই আজ মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে আসতে পারে ছয়টি পরিবর্তন। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক ও ডেভিড মিলাররা।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:
জানেমান মালান, অ্যাইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), র্যাসি ভন ডার ডুসেন, হেনরিক ক্ল্যাসেন, কাইল ভেরেইনে, অ্যান্ডিলে ফেহলুকওয়া, কেশভ মহারাজ, ডারিন ডুপাভিলন, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, দানিশ আজিজ, হাইদার আলী, উসমান কাদির, ফাহিম আশরাফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
Discussion about this post