খেলাধুলা ডেস্ক
বিপিএলের মধ্যবর্তী দলবদল শেষ হওয়ার কথা ছিল ৭ এপ্রিল বুধবার। কিন্তু করোনার কারণে সময় বাড়ানো যায় কিনা তা নিয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করেছিল বাফুফে।
সবকিছু বিবেচনা করে ফিফা ১০ দিন সময় বাড়িয়ে দিয়েছে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সময়। বুধবার সন্ধ্যায় ফিফা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাফুফেকে।
তবে বাফুফে বিদেশির সঙ্গে স্থানীয়দের রেজিস্ট্রেশনও ১৭ এপ্রিল পর্যন্ত করার কথা ভাবছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখন ১৭ এপ্রিল পর্যন্ত তাদের দেশি-বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে।
মধ্যবর্তী দলবদল শেষে বাফুফে ৯-১০ এপ্রিলের দিকে লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় এবং দেশে লকডাউন দেয়ায় বাফুফে ঘরোয়া সব খেলা স্থগিত করেছে।
বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন উঠে যাওয়ার কমপক্ষে সাতদিন পর লিগের খেলা শুরু করবে।
Discussion about this post