খেলাধূলা ডেস্ক
মুসলিমদের জন্য পবিত্র মাস রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য টার্কিশ রেড ক্রিসেন্টকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকা) অনুদান দিয়েছেন ফেনারবাচের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। খবরটি নিশ্চিত করেছে টার্কিশ নিউজ এজেন্সি আনাদোলু।
টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, ওজিলের অনুদান থেকে ২৮০০ পার্সেল খাদ্য সহায়তা দেওয়া হবে তুরস্কে। ইন্দোনেশিয়ার পাঠানো হবে ১০০০ পার্সেল এবং বাংলাদেশের রিফিউজি ক্যাম্পে থাকা মুসলিম রোহিঙ্গা শিশুদের জন্য পাঠানো হবে ৭৫০ পার্সেল খাদ্য সহায়তা।
বিবৃতিতে আরও জানানো হয়, পবিত্র রমজানের মধ্যে ইফতারের খাবার আরও দেওয়া হবে সিরিয়ার ইদিলিব এবং সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে।
টার্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. কেরেম কিনিক জানান, বছর ধরে ওজিল অনেক দেশের হাজার শিশুর মুখে হাসি ফোটানোর জন্য অবদান রেখে আসছেন।
টার্কিশ-জার্মান পেশাদার ফুটবলার ওজিল বর্তমানে খেলছেন ফেনারবাচে। এর আগে তিনি আর্সেনাল রিয়াল মাদ্রিদের হয়েও মাঠ দাপিয়েছেন।
Discussion about this post