খেলাধূলা ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুইদিনের এই প্রস্তুতি ম্যাচটাই নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা সুযোগ। সেই সুযোগটা বেশ কাজে লাগালেন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীমরা। টপঅর্ডারের সবাই রান পেয়েছেন প্রথম দিনে।
করোনার কারণে শ্রীলঙ্কার কোনো স্থানীয় দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যায়নি। তাই টাইগাররাই নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে (লাল ও সবুজ দল) প্রস্তুতি নিচ্ছে। কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দুইদিনের এই প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের বেশ স্বাচ্ছন্দ্য দেখা গেছে।
হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে নুরুল হাসান সোহানও অবসরে গেছেন।উইকেটরক্ষক এই ব্যাটসম্যান করেন ৪৮ রান। মেহেদি হাসান মিরাজ ২৪ রানে অপরাজিত আছেন।
২ রান করে আউট হয়েছেন তাইজুল ইসলাম। শুভাগতহোমকে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়েছেন লোয়ার অর্ডারের বাঁহাতি এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
লাল দল : ৩১৪/১ (তামিম ৬৩, সাইফ ৫২, শান্ত ৫৩, মুশফিক ৬৬, সোহান ৪৮, মিরাজ ২৪*, তাইজুল ২)
Discussion about this post