খেলাধূলা ডেস্ক
করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্বই দিশেহারা। বিশেষ করে ভারতে প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যের সংখ্যা বাড়ছেই। ভারতকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। মানে এখন ভারত থেকে কেউ যেতে পারবে না যুক্তরাজ্যে। এ অবস্থায় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আকাশেও কালো মেঘ।
তবে এনিয়ে অনঢ় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সূচি মেনে জুনেই করতে চায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনের যে ফাইনালে টেস্টের শ্রেষ্টত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যাল্ড।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘দেখুন, ভারতকে লাল তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাজ্যের সরকারের সঙ্গে কথা বলেছি আমরা। এই করোনার মাঝে কী ভাবে সব সুরক্ষাবিধি মেনে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ করা সম্ভব, সেটাও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝিয়ে বলেছেন। জুন মাসেই যুক্তরাজ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন করার বিষয়ে আমরা নিশ্চিত।’
আত্মবিশ্বাসের কোন কমতি নেই আইসিসির কর্তাব্যক্তিদের। তবে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে জুনে পরিস্থিতি কী দাঁড়ায় সেটা সময়ই বলে দেবে।
Discussion about this post