খেলাধূলা ডেস্ক
প্রথমে গোল দিয়েছিল স্বাগতিক ভিয়ারিয়াল। এরপর প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে লিড এনে দেন আঁতোয়ান গ্রিজম্যান। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ভিয়ারিয়ালকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থানের আরও কাছে চলে এসেছে বার্সেলোনা।
রোববার বাংলাদেশ সময় রাতে হওয়া ম্যাচে জিতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হেরে কিছুটা পিছিয়ে পড়া বার্সা শিরোপা লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতার সুযোগ নিয়ে আবারও ফিরে এসেছে।
ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে অবশ্য তিন মিনিটেই পিছিয়ে পড়তে পারতো বার্সেলোনা। কর্নারে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জেরার্ড মোরেনোর লক্ষ্যে ছিল না। তিন মিনিট পর সুযোগ এসেছিল কাতালানদের সামনেও। কিন্তু সেটিও কাজে লাগাতে পারেননি গ্রিজম্যান।
ম্যাচে ২৬তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। মাঝমাঠ থেকে পাউ তরেসের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন নাইরেজিয়ান উইঙ্গার সামুয়েল চুকওয়েজে। খানিক বাদেই অবশ্য একই রকমভাবে গোল শোধ করে দেয় বার্সেলোনা।
মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়িয়েছিলেন অস্কার মিনগেসা। অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে চমৎকার শটে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে জড়ান গ্রিজমান। এরপর ৩৫ মিনিটে প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে এগিয়ে যায় বার্সেলোনা।
নিজেদের ডি-বক্সের বাইরে জটলার মাঝে বল ক্লিয়ার না করে ডিফেন্ডার হুয়ান ফয়েত গোলরক্ষকের উদ্দেশ্যে দুর্বল ব্যাকপাস বাড়ান। সামনেই দাঁড়িয়ে ছিলেন গ্রিজম্যান। প্রতিপক্ষের ভুলের পর ঠাণ্ডা মাথায় বল ধরে গোল করেন ফরাসি ফরোয়ার্ড।
বিরতির পর বার্সেলোনার ওপর চাপ প্রয়োগ করে ভিয়ারিয়াল। ৬২তম মিনিটে সুযোগ আসে ভিয়ারিয়ালের সামনে; তবে বাধা হয়ে দাঁড়ান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। এতিয়েন কেপুর নিচু শট পা দিয়ে উপরে তুলে দেন জার্মান গোলরক্ষক। দুই মিনিট পরই দশ জনের দল হয়ে যায় স্বাগতিকদের। মেসিকে ফাউল করে স্প্যানিশ মিডফিল্ডার মানু ত্রিগেরোস লাল কার্ড দেখেন।
এরপর অবশ্য ভিয়ারিয়াল আর গোল হজম করেনি। তবে বার্সেলোনাকে কোনো গোল দিতেও পারেনি তারা। তাই শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যান শিষ্যরা। এই জয়ে ৩২ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বার্সা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
Discussion about this post