খেলাধূলা ডেস্ক
করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। ১ জুন থেকে টুর্নামেন্টটি ফের শুরু হচ্ছে। করোনা শঙ্কার সঙ্গে ইংল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের কারণে অধিকাংশ ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই ফের প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করবে পিএসএল কর্তৃপক্ষ। ড্রাফটে থাকা ১৩২ ক্রিকেটোরের মধ্যে আছেন পাঁচ বাংলাদেশি। যাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ড্রাফটে সাকিব-তামিম ছাড়াও আছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাব্বির রহমান। তামিম ও তাসকিন এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। এছাড়া সাকিব কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইপিএলে।
জানা গেছে, পিএসএলের সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম উঠেছে সাকিবের। সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে আরও রয়েছেন ক্যারিবীয় দুই তারকা এভিন লুইস ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং কিউই হার্ডহিটার মার্টিন গাপটিল।
ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম। এই ক্যাটাগরিতে তামিমের সঙ্গী দুই অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজা ও জেমস ফকনার এবং নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে ও প্রোটিয়া পেসার মরনে মরকেল।
গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ না থাকলেও লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্দিমালের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কেমো পল।
সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের তাসকিন, সাব্বির ও লিটনকে রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে আরও আছেন শন উইলিয়ামস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস ও সিসান্দা মাগালারা।
গত ২০ ফেব্রুয়ারি পর্দা ওঠে পিএসএলের। ১৪টি ম্যাচ খেলার পর ১০ ক্রিকেটার ও টিম স্টাফ করোনা আক্রান্ত হন। ফলে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট নতুন করে ১ জুন থেকে শুরু হয়ে ফাইনাল হবে ২০ জুন। তার আগে আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩২ বিদেশি ক্রিকেটারের নিয়ে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
প্রসঙ্গত, পিএসএল স্থগিত হওয়ার আগে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে করাচি কিংস। পয়েন্ট টেবিলে দুই, তিন ও চার নম্বরে যথাক্রমে থাকা পেশাওয়ার জালমি, ইসলামাবাদ কিংস ও লাহোর কালান্দার্সের সংগ্রহও ৬ পয়েন্ট। নেট রানরেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান নিচের দিকে।
Discussion about this post