খেলাধূলা ডেস্ক
পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা কয়েকটি ক্লাব লিগ শুরুর বিষয়ে আপত্তি করলেও, সিংহভাগ ক্লাবের মতামত নিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছে ফুটবল ফেডারেশন।
আগামী শুক্রবার (৩০ এপ্রিল) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। তবে ঈদের কারণে লিগ শুরুর ১২ দিন পর আসবে বিরতি। অর্থাৎ দুইভাগে হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বটি।
চলমান বিধিনিষেধ না ওঠা পর্যন্ত সব খেলা হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে। প্রথম পর্বে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার ভাষা শহীদ ধিরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে হয়েছিল প্রিমিয়ার লিগের খেলা।
তবে এখন বিধিনিষেধের মেয়াদ বাড়ায়, সবগুলো ম্যাচই ঢাকায় আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বুধবার) লিগের দ্বিতীয় পর্বের সূচি ক্লাবগুলোকে সরবরাহ করার কথা বাফুফের।
Discussion about this post