খেলাধূলা ডেস্ক
পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল আগেই। বোলিং আক্রমণে বৈচিত্র আনার লক্ষ্যে অভিষেক করানো হতে পারে তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের, ম্যাচের আগেরদিনই এমনটা জানা গিয়েছিল।
সত্যি হলো তা-ই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ৯৭তম ক্রিকেটার হিসেবে অভিজাত টেস্ট ফরম্যাটে নাম লেখালেন ১৯ বছর বয়সী শরিফুল ইসলাম। ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরীর জায়গায় নেয়া হয়েছে তাকে। বাংলাদেশ একাদশে পরিবর্তন এই একটিই।
ব্যাটিংবান্ধব উইকেটে হওয়া প্রথম ম্যাচে একটু বেশিই খরুচে ছিলেন এবাদত হোসেন। তার করা ২১ ওভারে গড়ে প্রায় ৫ করে ৯৯ রান তুলে নেয় শ্রীলঙ্কা। একদিকে তাসকিন আহমেদ যখন আগুনে বোলিং করেছেন, তখন এবাদত ছিলেন ছন্নছাড়া। এ কারণেই মূলত বাইরে বসতে হচ্ছে তাকে।
এবাদতের জায়গায় অভিষেক হওয়া শরিফুলের খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অভিষেকের আগে মাত্র ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার শিকার ২২টি উইকেট। তবে নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে তার বোলিংয়ে ছিল সম্ভাবনার ছাপ। তাই এবার পেয়ে গেলেন ৯৭ নম্বর টেস্ট ক্যাপ।
অন্যদিকে স্বাগতিকদের একাদশে আনা হয়েছে জোড়া পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া লাহিরু কুমারার জায়গায় দলে নেয়া হয়েছে প্রবীণ জয়াবিক্রমকে। এটিই তার প্রথম টেস্ট ম্যাচ। অন্যদিকে ভানিন্দু হাসারাঙ্গার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রমেশ মেন্ডিস।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, সুরাঙ্গা লাকমাল, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রম।
Discussion about this post